
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে সিডনিতে শুরু হয়েছে বর্ডার গাভাসকার ট্রফির পঞ্চম টেস্ট। আর প্রথম দিনেই ১৮৫ রানে ভারতকে অল আউট করে চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া। কিন্তু দিনের শেষে বুমরার বলে খোয়াজা আউট হওয়ায় ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ভারতের কাছে। তবে সিরিজের শেষ টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ব্যাট করছিলেন উসমান খোয়াজা, বল করছিলেন বুমরা। হঠাৎ দেখা যায় নন স্ট্রাইকে থাকা কনস্টাস বুমরাকে কিছু বলে বসেন। গোটা বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নাক গলাতে হয় আম্পায়ারদের।
প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে ঋষভ পন্থ জানান, স্যাম কনস্টাস সম্ভবত জসপ্রীত বুমরার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার চেষ্টা করছিলেন। যাতে দিনের শেষ ওভার হওয়ার আগে খেলা শেষ করে দেন আম্পায়ার। পোস্ট-ম্যাচ প্রেস কনফারেন্সে পন্থ বলেন, ‘দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে ওরা একটু কথাবার্তা চালাচালি করছিল। সময় নষ্ট করতে চাইছিল। আমার মনে হয় স্যাম জসসির সঙ্গে কথা বলেছিল। কী বলছিল সেটা আমি শুনতে পাইনি। তবে আমার মনে হয়, ওর উদ্দেশ্য ছিল শুধুমাত্র সময় নষ্ট করা যাতে আমরা আরও একটা ওভার বল করতে না পারি’।
এদিন সিডনিতে ব্যাট করতে গিয়ে বেশ কয়েকবার বল লাগে ঋষভ পন্থের গায়ে। এমনকি, তাঁর হাত ফুলে যায়। সাংবাদিক সম্মেলনে পন্থ জানান, ‘অবশ্যই ব্যথা লাগছে, তবে দলের জন্য কখনও কখনও কঠোর পরিশ্রম করতে হয়। কোথায় আঘাত লেগেছে সেটা না ভেবে, শুধু বলটাকে আমার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছি’। প্রসঙ্গত, এসসিজি-তে বিজিটির পঞ্চম টেস্ট ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি এই টেস্টে জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা জিইয়ে রাখবে ভারতীয় দল। তবে তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে।
গম্ভীরের পর সামি, পহেলগাঁও হামলার পর হুমকি মেল পেলেন টিম ইন্ডিয়ার পেসার
প্লে অফের লড়াই থেকে ছিটকে গেলেও প্লেয়ার নিয়ে যাচ্ছে চেন্নাই, এবার দলে নিল বিধ্বংসী এই ব্যাটারকে
সাদা বলের ক্রিকেটে সেরা রোহিতরাই, জানিয়ে দিল আইসিসি
'আবার শ্বাস নিতে পারছি', ইডেনে বিস্ফোরণের পরে স্বস্তি ফিরল রাসেলের মনে
বিসিসিআইয়ের প্রস্তুতি শুরু, কবে ইংল্যান্ড রওনা হচ্ছে ভারতীয় এ দল?
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর